Image description

কারা খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে? টুর্নামেন্ট শুরুর আগে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন অনেক কিংবদন্তি ক্রিকেটার। তাদের মধ্যে কেবল ব্রায়ান লারা সেমির রেসে রেখেছিলেন আফগানিস্তানকে। সত্য প্রমাণিত হয়েছে তার ভবিষ্যদ্বাণী। গ্রুপপর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইটে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সেরা চারে পৌছে গেছে আফগানরা।

আইসিসি ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে আনন্দে আত্মহারা আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। তিনি ভুল করেননি লারার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। বলেছেন, ‘একমাত্র ব্যক্তি যিনি আমরেদ সেমিফাইনালে রেখেছিলেন তিনি হলেন ব্রায়ার এবং আমরা তাকে সঠিক প্রমান করেছি। যখন আমরা একটি স্বাগত পার্টিতে তার সঙ্গে দেখা করি আমি তাকে বলেছিলাম, আমরা আপনাকে হতাশ করব না।’

রশিদ আরও বলেছেন, ‘আমি মনে করি, যখন একটি দল একজন কিংবদন্তির কাছ থেকে দুর্দান্ত কিছু শুনে তখন তা দলটিকে প্রচুর শক্তি দেয়। আমরা বিশ্বাস রেখেছিলাম যে আমাদের সামর্থ্য আছে (সেমিফাইনাল খেলার)।’