Image description

আনহেল ডি মারিয়াকে নিয়ে শুরু আলাপ পৌঁছে গেছে লিওনেল মেসি পর্যন্ত। বিশ্বসেরা এই ফুটবল তারকাকে ঢাকায় আনতে আগ্রহী বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ নিয়েই আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লেস তেসার সঙ্গে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় দ্বিপাক্ষিক সহযোগিতাসহ ডি-মারিয়া ও মেসির সম্ভাব্য ঢাকা সফর নিয়েও আলোচনা হয়েছে।

সভায় ছিলেন ভারতীয় এজেন্ট শতদ্রু দত্ত যিনি এর আগে এমিলিয়ানো মার্তিনেজকে ঢাকায় এনেছিলেন। তবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে এনে ফুটবলানুরাগী দর্শকদের মুখোমুখি না করিয়ে বিস্তর সমালোচনার মুখেও পড়েছিলেন।

এ ব্যাপারে ক্রীড়ামন্ত্রী বলেন, 'মেসি-ডি মারিয়াকে নিয়েও ওরা আগের মতো করতে পারে, তখন মন্ত্রণালয় থাকবে না। আমার কথা হলো, এমন তারকাদের আনলে মানুষকে উপভোগ করার সুযোগ দিতে হবে।'

শতদ্রুই আসলে মন্ত্রীকে মৌখিকভাবে প্রস্তাব দিয়েছেন লিওনেল মেসির ঢাকা সফরের জন্য। তখন মন্ত্রী লিখিত প্রস্তাব দেওয়ার কথা বলেছেন। এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেছেন, 'ওদের পরিকল্পনা না দেখে আসলে কিছু বলতে পারছি না। তারকাদের আগমন যদি উপভোগ্য্ করতে চায়, বড় কিছু করতে চায়, তখন মন্ত্রণালয় ওদের সঙ্গে থাকবে।' 

এর আগে মেসির আর্জেন্টিনা ২০১১ সালে ঢাকায় এসে নাইজেরিয়ার সঙ্গে খেলেছিল একটা প্রীতি ম্যাচ।

এবার ক্রীড়া মন্ত্রণালয় চাইছে, আর্জেন্টিনার ফুটবল জাদুকরকে এনে দেশের ফুটবলামোদী দর্শকদের উপভোগের সুযোগ করে দিতে।