Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোনাববর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, জামায়াতের যুব নেতা কাজী শামসুল হুদা, প্রভাষক আমিনুর ইসলাম।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোনাববর হোসেন জানান, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনয়নপত্র জমা দিয়েছেন।