নির্বাচন কমিশন আদালতের আদেশ মোতাবেক পাঁচ প্রার্থীর মনোনয়ন গ্রহণ ও বাছাই করেছে এবং ৯ প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দের অনুমতি দিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একাধিক চিঠি থেকে জানা যায়, বর্তমানে আদালত থেকে প্রার্থী সংক্রান্ত ৩৪টি আদেশ এসেছে, যার মধ্যে ১৪টির বিষয়ে ইসি ইতোমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাকি আদেশের কাজ এখনও চলমান রয়েছে, যা প্রার্থী সংখ্যা আরও বাড়াতে পারে। এই আদেশগুলো কার্যকর করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মনোনয়ন গ্রহণ ও বাছাইয়ের জন্য যে পাঁচ প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন: ফরিদপুর-৪ আসনের সারোয়ার মিয়া, রংপুর-৫ আসনের মো. মাহবুবর রহমান, ঢাকা-১৫ আসনের মো. নিলভ পারভেজ, জামালপুর-১ আসনের মো. রফিকুল ইসলাম,ঢাকা-১০ আসনের আব্দুল্লা আল হোসেন।
অন্যদিকে, প্রতীক বরাদ্দের অনুমতি পাওয়া ৯ প্রার্থী হলেন, নরসিংদী-৪ আসনের কাজী শরিফুল ইসলাম, গোপালগঞ্জ-২ আসনের রনী মোল্লা, পাবনা-৩ আসনের মো. হাসানুল ইসলাম, নড়াইল-১ আসনের গাজী মাহাবুয়াউর রহমান, চট্টগ্রাম-১১ আসনের মুহাম্মাদ নেজামউদ্দিন,যশোর-৫ আসনের মো. কামরুজ্জামান, মানিকগঞ্জ-২ আসনের এস এম আব্দুল মান্নান, সিরাজগঞ্জ-৫ আসনের মো. হুমায়ুন কবির,সিরাজগঞ্জ-২ আসনের মো. সোহেল রানা।
নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করবে।



