দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে প্রায় ৬৮ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চাহিদাপত্র পাঠানো হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের বেশি পদের তথ্য পাওয়া গেলেও যাচাই-বাছাই শেষে ৬৮ হাজার শূন্য পদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।
এনটিআরসিএ সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় এখন এই চাহিদাপত্র যাচাই করবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে দ্রুতই সপ্তম গণবিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পদের সঠিকতা নিশ্চিত করার পরই এই চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৭ জুন ১ লাখ ৮২২টি শূন্য পদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির বিপরীতে প্রায় ৪১ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে সপ্তম গণবিজ্ঞপ্তিতে বিপুল সংখ্যক বেকার নিবন্ধনধারী প্রার্থীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।



