আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা দরকার, নির্বাচন কমিশন তা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীতে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপের শুরুতে তিনি এ কথা জানান।
এ এম এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার, ইসি তা করবে। তবে রাজনৈতিক দল না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই রাজনৈতিক দলগুলোকে আচরনবিধি মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন, তা মোকাবিলা করতে প্রস্তুত আছি।
আচরণবিধি মেনে চলার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোটের আগে, ভোটের দিন বা পরে নানা সমস্যা বাস্তবে দেখা যায়। ফিল্ডে দেখা যায় ইলেকশনের সময়। এই তিনটা ফেইজে কোনো সমস্যা সৃষ্টি যেন না হয়, এজন্য নির্বাচনী আচরণবিধি।
এ সময় প্রবাসী বাংলাদেশি, সরকারি চাকরিজীবি, নির্বাচনের কাজে সম্পৃক্ত লোকবল ও কারাবান্দিদের জন্য পোস্টাল ভোট নেওয়ার প্রস্তুতিও জানান তিনি।
তৃতীয় দিনের মতো আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দুই পর্বে ১২টি দলের সঙ্গে মতবিনিময় করছে কমিশন।
সংলাপে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বিকেলে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।



