Image description

বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার বিকালে আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি মঙ্গলবার সকাল ৯টায় সুস্পষ্ট হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা-ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পভীর সাগরে থাকতে নিষেধ করা হয়েছে।

লঘুচাপের বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, যে সুস্পষ্ট লঘুচাপটি সাগরে রয়েছে এটি বুধবার নিম্নচাপে পরিণত হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যদিও সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় হলে কোন জায়গা দিয়ে অতিক্রম করবে, সেটা নিম্নচাপ তৈরি হলে জানা যাবে।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার বিকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, মঙ্গলবার সকালেই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর মধ্যেই এটি স্পষ্ট হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে অল্প বৃষ্টিপাত হতে পারে।

গত কয়েক দিন ধরেই রাজধানীসহ সারা দেশে রোদের তেজ বেশি। এটি কতদিন থাকবে, জানতে চাইলে তিনি বলেন, তিন-চার দিন পর তাপমাত্রা কিছুটা কমে আসবে। তবে মাসের বাকি দিনগুলোয় আবহাওয়া মোটামুটি এমনই থাকবে।