
বাড়িভাড়া বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় শাহবাগে অবস্থান করে মুখে কালো কাপড় বেঁধে রাজধানীতে মিছিল করবে সংগঠনটি। মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলের কর্মসূচি প্রকাশ করবেন। জেলাসদর ও উপজেলা সদরের শিক্ষকরাও এই কর্মসূচিতে অংশ নেবেন।
শিক্ষকরা সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো মহাসমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নিলে শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা। এ সময় সকল শিক্ষকের প্রশিক্ষণ থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচিতে শিক্ষকদের ভুখা মিছিল শিক্ষাভবন অভিমুখে পুলিশের বাধার মুখোমুখি হয়। ওই সময় শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেন। অর্থ বিভাগ বেতন বাড়িতে ৫ শতাংশ বাড়ি ভাড়ায় অনুমতি দিলেও শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে।