Image description

গত ১১ মাসে দেশে গুমের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে গর্বের সঙ্গে বলতে পারি, গত ১১ মাসে কেউ গুম হয়নি, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পুলিশ বাদী হয়ে কোনো মামলা করেনি।”

সোমবার (৩০ জুন) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের সময় ২ হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছেন, ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। আজ সেই আত্মত্যাগের এক বছর পূর্ণ হচ্ছে। আমরা এখন বিপ্লবের সফলতা ভোগ করছি, তবে সব মানুষ এখনো যৌক্তিক প্রত্যাশা পূরণে পৌঁছায়নি—এটাই বেদনার জায়গা।”

আসাদুজ্জামান জানান, সরকার ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, “এই এক বছরে আমরা আমাদের কথা ও কাজের মধ্যে সমান্তরাল গতির প্রমাণ রাখতে সক্ষম হয়েছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী কামাল উদ্দিন চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ খাদেম উল কায়েস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব চৌধুরী, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনসহ জেলা পর্যায়ের বিচারক ও আইনজীবীরা।