
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সিনিয়র কূটনীতিক আসাদ আলম সিয়ামকে দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আগামি শুক্রবার থেকে দায়িত্ব পালন শুরু করবেন।
বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন মাত্র ৮ মাস দায়িত্বে থাকার পর পদচ্যুত হন। গত ২২ মে তিনি ছুটিতে যান। এরপর থেকেই নতুন পররাষ্ট্রসচিব হিসেবে আসাদ আলম সিয়ামের নাম আলোচনায় আসে।
আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এছাড়া ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন।
সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি তৎকালীন পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকায় তিনি একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত।