Image description

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে ভেনেজুয়েলার জনগণের মঙ্গল এবং সুরক্ষাকে অগ্রাধিকার দেয়ার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেন, ‘আমরা এই ঘটনাবলীতে উদ্বিগ্ন, তবে আমরা সত্যিই সংশ্লিষ্ট সকল পক্ষকে এখনই বসে এমন একটি অবস্থানে আসার আহ্বান জানাবো যা ভেনেজুয়েলার জনগণের মঙ্গল এবং সুরক্ষার স্বার্থে।’ 

 জয়শঙ্কর লুক্সেমবার্গে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
 
তিনি জোর দিয়ে বলেন, ভারতের উদ্বেগ হলো ভেনেজুয়েলার জনগণ যেন এই সংকট থেকে ভালোভাবে বেরিয়ে আসে।
 
‘দিনশেষে, এটাই আমাদের উদ্বেগের বিষয়, আমরা চাই ভেনেজুয়েলা, যে দেশটির সাথে বহু বছর ধরে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং (এর) জনগণ ঘটনাপ্রবাহের যে দিকেই থাকুক না কেন, সেখান থেকে ভালোভাবে বেরিয়ে আসুক।’ জয়শঙ্কর আরও বলেন।

৩ জানুয়ারি কারাকাসে মার্কিন বাহিনীর আকস্মিক হামলায় মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার সংকটের সূত্রপাত হয়। এরপর অভিজাত ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের শোবার ঘর থেকে টেনেহিঁচড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়িয়ে দেয়।
 
ডনাল্ড ট্রাম্পের কয়েক মাস ধরে স্থল হামলার হুমকির পর এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, নিকোলাস মাদুরোকে মাদক কার্টেল এবং মাদক-সন্ত্রাসবাদ পরিচালনার অভিযোগ এনেছিলেন এবং ভেনেজুয়েলার এই শক্তিশালী ব্যক্তিকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছিলেন।

মাদুরো এবং তার স্ত্রী, যারা এখন ব্রুকলিনের একটি কারাগারে বন্দি, মঙ্গলবার ম্যানহাটনের একটি আদালতে হাজির হন। হাজিরার সময় তিনি তার বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেন এবং এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করেন। 
 
সূত্র: এনডিটিভি