Image description

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার(১৭ ডিসেম্বর)  রাত ১টা ১১ মিনিটে এই ভূকম্পন সংঘটিত হয় বলে জানিয়েছে দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা। এ ছাড়া মাটি থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি ছিল বলে সংস্থাটি নিশ্চিত করেছে। খবর সৌদি গ্যাজেটের। 

ভূতত্ত্ব জরিপ সংস্থার মুখপাত্র তারেক আবু আল খলিল জানান ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কম্পনটির মাত্রা কম থাকায় কোনো ঘরবাড়ি বা স্থাপনার ক্ষতি করতে পারেনি বলে জানা গেছে। ইরানের জাগরোস পর্বতমালায় টেকনোটিক প্লেটের চাপের কারণে এই কম্পন সৃষ্টি হয়েছে। এই চাপের ফলে সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের মাটির নিচে থাকা ফল্টগুলো সক্রিয় হতে পারে। এর ফলে ওই অঞ্চলে মাঝে মাঝে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

ভূমিকম্পের পাশাপাশি ওই অঞ্চলে বর্তমানে আবহাওয়াও বেশ খারাপ যাচ্ছে। প্রদেশটিতে আগে থেকেই বৈরী আবহাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য বুধবার পর্যন্ত টানা তিন দিন সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে সরাসরি ক্লাসে না গিয়ে বিকল্প উপায়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।