Image description

মিয়ানমারে বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে। স্থানীয় একজন কর্মকর্তা, উদ্ধারকর্মী ও দুই বাসিন্দার সাক্ষাৎকারের ভিত্তিতে বিমান হামলায় হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলছে যা এখনো অব্যাহত। সামরিক বাহিনী এবং বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝে প্রায়ই বিমান হামলার ঘটনা ঘটে, যার বেশিরভাগ ক্ষেত্রেই বেসামরিক নাগরিকরা হতাহত হয়।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবায়িন টাউনশিপে দুটি বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোমা আঘাত হানে এক ব্যস্ত চায়ের দোকানে। হামলায় ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, চায়ের দোকানে প্রচুর মানুষ উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তথ্য প্রদানকারীরা নাম প্রকাশে অনিচ্ছুক।

এক উদ্ধারকর্মী বলেন, হামলার ১৫ মিনিট পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বলেন, হামলায় চায়ের দোকান এবং আশপাশের অন্তত এক ডজন বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এদিকে, শনিবার থেকে মিয়ানমারে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন ব্যাংককের মিয়ানমার দূতাবাসে কিছু ভোটার ভোট দিতে দেখা যায়।

গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের জান্তা সরকার এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা সুসংহত করতে চায়। চলতি মাসের শেষে কয়েক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট