Image description

দীর্ঘ পরিকল্পনার পর একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে আরব দেশগুলোর জোট— উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। এর মাধ্যমে ভ্রমণকারীরা একবার আবেদন করেই সংযুক্ত সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান ভ্রমণ করতে পারবেন। আগামী বছর এই ভিসা চালু হবে বলে নিশ্চিত করেছেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব।

তিনি বলেছেন, চার বছর ধরে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার পর এই উদ্যোগটি অবশেষে মাইলফলকে পৌঁছেছে।

শুক্রবার বাহরাইনের রাজধানী মানামায় গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে দেওয়া বক্তৃতায় সৌদির পর্যটনমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক সমৃদ্ধ সংস্কৃতি, আধুনিক অবকাঠামো ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের মাধমে জিসিসি এখন পর্যটন খাতে এক ঐতিহাসিক সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে এই অঞ্চল বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় পর্যটন গন্তব্যস্থলগুলোর মধ্যে শীর্ষ স্থান উঠে এসেছে।

তিনি বলেন, জিসিসি দেশগুলো পর্যটন খাতে এক ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হচ্ছে; যেখানে বর্তমানে তেল ও বাণিজ্যের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্তম্ভে পরিণত হয়েছে পর্যটন খাত।

এক ভিসায় ছয় দেশ ভ্রমণ
আনুষ্ঠানিকভাবে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’ নামের এই ইউনিফাইড এন্ট্রি পারমিট ভ্রমণকারীদের একক আবেদনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমান ভ্রমণের অনুমতি দেবে। ২০২৩ সালের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত জিসিসি স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সেই সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন ভিসার আদলে তৈরি যৌথ মডেল হিসেবে জিসিসি একক ভিসার পরিকল্পনা করা হয়।

জিসিসি কর্মকর্তারা বলেছেন, উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক বৈচিত্র্য পরিকল্পনার একটি মূল অংশ হবে এই ভিসা; যা এমন আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে, যারা বারবার কাগজপত্র, পৃথক ফি এবং বিভিন্ন প্রবেশের নিয়ম ছাড়াই একাধিত দেশ ভ্রমণ করতে চান। প্রাথমিকভাবে এই ভিসা শুধু পর্যটন ও পারিবারিক ভ্রমণের জন্য প্রযোজ্য হবে এবং শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। ভ্রমণকারীরা চাইলে একক দেশ বা ছয়টি দেশই বেছে নিতে পারবেন; যার মেয়াদ এক থেকে তিন মাসের মধ্যে হতে পারে। এতে পৃথক ভিসার তুলনায় খরচও কম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কর্মকর্তারা আরও জানান, ভিসা চালুর পর আবেদনকারীদের কমপক্ষে ছয় মাস মেয়াদী পাসপোর্ট, আবাসনের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, ভ্রমণ বিমা ও আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ফেরার বা পরবর্তী গন্তব্যের টিকিট জমা দিতে হবে। এছাড়াও আবেদন প্রক্রিয়াও সহজ হবে, একটি অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা প্রয়োজনীয় নথি আপলোড করবেন, ফি প্রদান করবেন এবং ইমেলের মাধ্যমে তাদের ডিজিটাল প্রবেশের অনুমতি পাবেন।

সূত্র: গালফ নিউজ