Image description

নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারের পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তাঁর বিরোধিতা করেন। এমনকি নিজ দলের প্রার্থীকে উপেক্ষা করে তিনি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেন এবং নিউইয়র্কবাসীদের আহ্বান জানান, যেন তারা জোহরানের বদলে কুমোকে ভোট দেন।

তবে শেষ পর্যন্ত ভোটে জয়লাভ করে বিজয়ী মঞ্চ থেকেই ট্রাম্পকে তীব্র সমালোচনা করেন জোহরান মামদানি। বিজয় ভাষণে তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনাকে শুধু চারটি কথা বলব— টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।”

ট্রাম্পকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আপনি যদি আমাদের কারও কাছে পৌঁছাতে চান, তবে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।”

জোহরানের এই বক্তব্য চলাকালেই ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেন, “...এবং এবার এটি শুরু হলো!”

বিজয় নিশ্চিত হওয়ার পর ব্রুকলিনে সমর্থকদের সামনে ভাষণ দিতে আসেন জোহরান। মঞ্চে উঠতেই দর্শক ও সমর্থকরা একসঙ্গে চিৎকার করে ওঠেন, “জোহরান! জোহরান!”

উত্তেজিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আজ আমরা জোরালো কণ্ঠে জানিয়ে দিয়েছি— আশা এখনও বেঁচে আছে। নিউইয়র্ক এখন এমন এক যুগে প্রবেশ করছে, যেখানে নাগরিকরা তাদের নেতাদের কাছে আরও সাহসী ভূমিকা প্রত্যাশা করবে।”

তিনি আরও যোগ করেন, “রাজনৈতিক অন্ধকারের এই সময়ে নিউইয়র্ক হবে আলোর প্রদীপ।”

প্রায় আধা ঘণ্টার কম সময় ধরে চলা এই ভাষণে জোহরান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও শহরের প্রতি অঙ্গীকার তুলে ধরেন।