
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিন বছরেরও বেশি সময় পর ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে পৌঁছানো ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার বৈঠক হতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দুই দিনে নয়াদিল্লিতে ভারত-চীনের বিশেষ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।
২০২০ সালে হিমালয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে অচলাবস্থা তৈরি হয়েছিল। তবে গত বছরের অক্টোবরে সীমান্ত টহল চুক্তি স্বাক্ষরের পর থেকে সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। সেই ধারাবাহিকতায় এবার সীমান্ত দিয়ে বাণিজ্য ও সরাসরি ফ্লাইট চালু করার উদ্যোগ নিয়েছে বেইজিং ও নয়াদিল্লি।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব মোকাবিলায় চীন ও ভারত পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে। সম্প্রতি ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন, যা দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবনের আরেকটি অনুঘটক হিসেবে কাজ করছে।
চলতি মাসের শেষ দিকে নরেন্দ্র মোদি চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এটি হবে সাত বছর পর চীনে মোদির প্রথম সফর। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।