Image description

ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতনের দায়ে ইসরায়েলের চার ব্যক্তি এবং দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্লোবাল হিউম্যান রাইটস।

শুক্রবার (১৯ এপ্রিল) ইসরায়েলি ওই চার ব্যক্তি ও দুই সংস্থা ইইউ'র নিষেধাজ্ঞা ব্যবস্থার তালিকাভুক্ত হয়েছেন।

নিষেধাজ্ঞার তালিকাভুক্ত সংস্থাগুলো হলো— লেহাভা, যা একটি উগ্র ডানপন্থী ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী এবং হিলটপ ইয়ুথ, যা পশ্চিম তীরে ফিলিস্তিনি এবং তাদের গ্রামের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের জন্য পরিচিত সদস্যদের নিয়ে গঠিত একটি উগ্র যুব দল। হিলটপ ইয়ুথের দুই নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মেইর এটিংগার এবং এলিশা ইয়ারেডও এই তালিকাভুক্ত। দুজনেই ২০১৫ এবং ২০২৩ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক হামলায় জড়িত ছিল।

এছাড়া বাকি দুই ব্যক্তির নাম নেরিয়া বেন পাজি ও ইয়িনন লেভি। এদের মধ্যে নেরিয়া বিরুদ্ধে ২০২১ সাল থেকে ওয়াদি সিক এবং দেইর জারিরে বারবার ফিলিস্তিনিদের হামলা করার অভিযোগ আছে এবং ইয়িনন লেভি মিতারিম ফার্মের অবৈধ ফাঁড়িতে তার বাসভবন থেকে পার্শ্ববর্তী গ্রামের বিরুদ্ধে একাধিক সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।