 
            
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। একই সময়ে নতুন করে ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে দুইজন মারা গেছেন। অন্যদিকে, নতুন আক্রান্তদের মধ্যে সর্বাধিক ২১১ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ২০৩ জন, বরিশাল বিভাগে ১৩৯ জন, চট্টগ্রামে ১১৪ জন, রাজশাহীতে ৬৩ জন, খুলনায় ৫৫ জন, ময়মনসিংহে ৩৩ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এ সময়ের মধ্যে সর্বাধিক মৃত্যু ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—মোট ১২৩ জন। বরিশাল বিভাগে মৃত্যু ৩৬ জন, ঢাকা উত্তরে ৩৩ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১৩ জন, ময়মনসিংহে ৯ জন, খুলনায় ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা শেষে এখনো বিভিন্ন এলাকায় জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন অব্যাহত থাকায় সংক্রমণ কমছে না। দ্রুত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মনে করেন।
 
                                 
                                


