Image description

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮৩টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ২৮ জনসহ দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জন। অপরদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৬ জনে অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট তারিখে করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।