Image description

চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা রায়হান রাফী পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। সোমবার (১৫ ডিসেম্বর) থেকে নিয়মিত সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকরা ফিল্মটি দেখতে পাচ্ছেন।

মুক্তি উপলক্ষে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফী, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, একে আজাদ সেতু, শেওতি, আবদুল্লাহ আল সেন্টু, শাহজাহান সৌরভসহ সংশ্লিষ্টরা।

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত এই ওয়েব ফিল্ম প্রসঙ্গে পরিচালক রায়হান রাফী বলেন, “‘অমীমাংসিত’ আমার হৃদয়ের খুব কাছের একটি কাজ। আমরা পুরো টিম ভীষণ প্যাশন নিয়ে এটি নির্মাণ করেছি। নানা কারণে দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে ছিল সিনেমাটি। তবে এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা একটি কেসের গল্প নয়; বরং বাংলাদেশের অসংখ্য ‘অমীমাংসিত’ ঘটনার প্রতিফলন। এই সিনেমা দেখে যদি একজন দর্শকও প্রতিবাদী হয়ে ওঠেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ইমতিয়াজ বর্ষণ বলেন, “গল্প শুনেই দ্বিতীয়বার ভাবিনি। ক্রিয়েটিভ কাজ করতে গেলে সেন্সরের ভয় মাথায় থাকে না। অরিজিনাল কনটেন্ট দেখতে হলে পাইরেসি নয়, আইস্ক্রিন থেকেই দেখা উচিত। তাতে এমন আরও কাজ তৈরি হবে।”

অভিনেত্রী তানজিকা আমিন বলেন, “দুই বছর ব্যান থাকার পর এই সিনেমার মুক্তি আমার কাছে সত্যিই বিস্ময়কর।”

আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব বলেন, “দুই বছর পর ‘অমীমাংসিত’ মুক্তি পাওয়ায় আমরা সবাই খুবই এক্সাইটেড। দর্শকরাও দীর্ঘদিন ধরে এই কনটেন্টের অপেক্ষায় ছিলেন। এখন তারা অবশেষে এটি উপভোগ করতে পারবেন।”

উল্লেখ্য, ‘অমীমাংসিত’ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা আইস্ক্রিনের রেগুলার সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখতে পারবেন।