দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ও উপস্থাপক ভারতী সিং। মাতৃত্বের এই বিশেষ সময়কে ক্যামেরাবন্দি করতে সম্প্রতি একটি বেবিবাম্প ফটোশুট করেছেন তিনি। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর থেকেই অভিনন্দন আর ভালোবাসায় ভাসছেন এই তারকা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ফটোশুটে ভারতী আকাশী রঙের গাউন ও রেশমি ওড়নায় সজ্জিত ছিলেন। ব্যাকগ্রাউন্ডে পূর্ণিমার চাঁদের সেটআপে তিনি দিয়েছেন বিশেষ পোজ, যা ভক্তদের মন ছুঁয়েছে।
তবে মাতৃত্বের আনন্দের সঙ্গে রয়েছে শঙ্কাও। গত কয়েক সপ্তাহে তার রক্তে সুগারের মাত্রা বেড়ে গেছে, যা এখন পরিবারের পাশাপাশি চিকিৎসকদেরও দুশ্চিন্তার কারণ। উচ্চ কার্বযুক্ত খাবার এড়িয়ে চলা এবং কড়া খাদ্য নিয়ন্ত্রণের মধ্যেও সুগার নিয়ন্ত্রণে না আসায় তাকে চিকিৎসক ও ডায়েটিশিয়ানের নজরের মধ্যে থাকতে হচ্ছে।
শিগগিরই সন্তান জন্মের সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় সতর্কতা আরও বাড়িয়েছে ভারতীর পরিবার। ভক্তরাও তার সুস্থতা এবং অনাগত সন্তানের নিরাপদ আগমন কামনা করছেন।
২০১৭ সালে ভারতী সিং বিয়ে করেন চিত্রনাট্যকার ও টিভি উপস্থাপক হর্ষ লিম্বাচিয়াকে। তাদের প্রথম সন্তান লক্ষ্য ওরফে ‘গোল্লা’ জন্ম নেয় ২০২২ সালের এপ্রিলে। এবার তিন বছর পর দম্পতির ঘরে আসছে দ্বিতীয় সন্তান। ভারতী মজা করে জানিয়েছেন—এবার তিনি একটি কন্যা সন্তান চান।



