ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি এক দশক আগে আকরাম খানের ‘ঘাসফুল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন। পরবর্তীতে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও মূলত নাটকেই বেশি জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘গোয়েন্দাগিরি’।
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তিনি অভিনয় করছেন রায়হান খানের নতুন ছবি ‘ট্রাইব্যুনাল’-এ। কোর্টরুম ড্রামা ও ক্রাইম থ্রিলারের মিশ্রণে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান ও মিলন ভট্টাচার্য।
চট্টগ্রামে এ মাসের শুরুতে শুরু হয়েছে শুটিং, যা চলবে আরও কিছুদিন। সম্প্রতি নির্মাতা সামাজিক মাধ্যমে শুটিংয়ের কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে টানেল দৃশ্যে আদর আজাদ ও মিলন ভট্টাচার্যকে দেখা যায়।
নির্মাতার ভাষায়, সিনেমাটি নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনার ভিত্তিতে, যা ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনে লুকানো রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলবে। এ বছরের মধ্যেই শুটিং শেষ করে আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।



