Image description

জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি তৃতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় সকাল সাড়ে ৭টায় স্ত্রী কামরুন নেসা সুস্থ এক পুত্রসন্তান জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান।

আবারো বাবা হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন রুমি। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই ভালো আছে। সবার কাছে দোয়া চাই, আমার ছোট্ট কিয়ানের জন্য।”

রুমি ও কামরুন নেসা দম্পতির এর আগে আরও দুই পুত্রসন্তান রয়েছে। বড় ছেলের নাম আয়ান। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ গায়ক। সেখানে থেকেও তিনি নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন বলে জানান ‘গণমাধ্যম’-এ।