
আজ বুধবার (৮ অক্টোবর) পথচলার ২১ বছরপূর্তি উদযাপন করছে স্টার সিনেপ্লেক্স। দীর্ঘসময় ধরে দেশের সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই মাল্টিপ্লেক্স এবারও থাকছে বিশেষ আয়োজন।
প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘‘আমাদের দীর্ঘ যাত্রায় বিনোদন সাংবাদিকরা শুরু থেকেই একনিষ্ঠভাবে সমর্থন ও সহযোগিতা করে আসছেন। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন সাংবাদিকদের কেন্দ্র করে। ৮ অক্টোবর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি শাখায় সাংবাদিকদের জন্য একটি স্পেশাল মুভি শো আয়োজন করা হয়েছে।’’
দর্শকদের জন্যও রয়েছে বিশেষ অফার। ৮ অক্টোবর দেশের সব স্টার সিনেপ্লেক্স শাখায়, সব শোতে, যে কোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাওয়া যাবে।
২০০৪ সালে যাত্রা শুরু করা দেশের প্রথম মাল্টিপ্লেক্স হিসেবে স্টার সিনেপ্লেক্স দর্শকদের কাছে বিশ্বমানের সিনেমা উপভোগের সুযোগ এনে দিয়েছে। সুপরিসর হল, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে এটি অল্প সময়ে দর্শকদের মন জয় করেছে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘‘দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের চালিকাশক্তি। নিরাপদ ও উন্নত পরিবেশে সিনেমা উপভোগের নিশ্চয়তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। দেশের সিনেমা ও হলিউড ছবির সমন্বয় দর্শকদের কাছে মানসম্পন্ন বিনোদনের অভিজ্ঞতা প্রদান করছে।’’
বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্টার সিনেপ্লেক্সের মোট ২২টি হল চালু রয়েছে। আরও কিছু শাখার নির্মাণ কাজ চলছে। আগামী বছরের মধ্যে হলসংখ্যা আরও বাড়বে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।