Image description

ঢাকাই সিনেমার অভিনেত্রী মিষ্টি জান্নাত এবার নতুন ছবিতে অভিনয় করছেন বলে ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে মিষ্টি জান্নাত লিখেছেন, “নতুন সিনেমায় নাম লিখালাম যার নাম ‘বিবর’। একটি নতুন ছবি করতে যাচ্ছি, নাম হচ্ছে ‘বিবর’। পরিচালক হচ্ছেন সাইমন তারিক ও টিম।”

তিনি আরও লিখেছেন, “আরও তিনটি ছবির কাজ অতিদ্রুত শুরু হবে। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় গত মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করতে পারিনি।”

মিষ্টি জান্নাতের নতুন ছবির ঘোষণা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।