
৩ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান।
নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, রোবেনা রেজা জুঁই, শফিক খান দিলু, মীম চৌধুরী, তারিক স্বপন, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, আমানুল হক হেলাল, লাবণ্য লিজা, সাদিয়া তানজিন প্রমুখ। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি।
গল্পে দেখা যাবে, পাঁচ ভাই-বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো আ খ ম হাসান। বড় ভাইয়ের গাত্রবর্ণ কালো হওয়ায় তার বিয়ে হচ্ছে না। ফলে বাবা ঘোষণা দেন, বড় ভাই বিয়ে না করলে ছোট দুই ভাইও বিয়ে করতে পারবে না। এ নিয়েই গল্পে বাধে নানা বিপত্তি।
নাটকটি নিয়ে পরিচালক-অভিনেতা শামীম জামান বলেন, ‘এটি একটি পারিবারিক হাস্যরসাত্মক গল্প, যেখানে দৈনন্দিন সম্পর্কের নানা দিক উঠে আসবে। আমার বিশ্বাস, দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।’