
দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ খায়রুল বাসার ও তানজিন তিশা এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সিনেমায়। বড় চমক হলো এ ছবিতে তারা স্ক্রিন শেয়ার করবেন থ্রি ইডিয়টস খ্যাত অভিনেতা শরমন জোশীর সঙ্গে। ‘ভালোবাসার মরসুম’ নামের সে সিনেমাটি নির্মাণ করছেন এম এন রাজ।
জানা গেছে, এ ছবিতে তিশাকে দেখা যাবে হিয়া চরিত্রে। তার বিপরীতে আবির হিসেবে শরমন জোশী। দুজনে স্বামী-স্ত্রী হয়ে ধরা দেবেন পর্দায়। হিয়া-আবিরের টানাপোড়েনের মধ্যে হাজির হবে খায়রুল বাসার অভিনীত চরিত্রটি।
এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হলে তানজিন তিশা ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন। অন্যদিকে সাড়া মেলেনি খায়রুল বাসারের। তবে ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা বলেছেন, ‘চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো সিনেমা হবে টালিউডে অভিষেকের জন্য। এ ছাড়া শরমন জোশীর সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়া আমার জন্য আশীর্বাদের মতো।’
এবারই প্রথম শরমন জোশীকে দেখা যাবে বাংলা সিনেমায়। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন জোশী। অভিনেতা বলেন, ‘এর আগে বাংলায় কাজ না করলেও “ভূতের ভবিষ্যৎ”-এর হিন্দি রিমেক “গ্যাং অব গোস্টস” সিনেমায় কাজ করেছি। তা ছাড়া বাংলা সিনেমা আমি নিয়মিত দেখি। সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’
বাসার-তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। নতুন কাজ নিয়ে উত্তেজিত তিনি। বলেন, ‘‘ভাল চরিত্র। সেই সঙ্গে শরমন জোশীর সঙ্গে কাজ অবশ্যই বড় সুযোগ।’’ জানা গেছে দার্জিলিং আর মুর্শিদাবাদ জুড়ে হবে ছবির শুটিং।