Image description

এবার বলিউডের বাতাসে বইছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের খবর। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন শত্রুঘ্নকন্যা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিক জাহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। এই জুটির বিয়ের অনুষ্ঠান হবে ‘সোবো হটস্পটে’। তবে বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত পর্যায়েই রাখা হবে বলে জানা গেছে।

সোনাক্ষী-জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, বয়সে দুই বছরের ছোট জাহিরের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী। প্রেমের বিষয়টি নিয়ে কখনও কথা না বললেও খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী-জাহির। অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। 

কখনও হাত ধরে সিনেমা দেখতেও গেছেন আবার কখনও ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল এজুটিকে।

সম্প্রতি সঞ্জয়লীলা বনশালির ‘হীরামান্ডি’তে নিজের অভিনয়ের কারণে বেশ প্রশংসিত হয়েছেন দাবাং নায়িকা। এদিকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন জাহির।