Image description

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের স্থগিত পরীক্ষা এবং প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে গত ১৯ আগস্ট ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে। প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংশয় ও উদ্বেগ দেখা দিয়েছে। গণমাধ্যম বসবে জানায়, এক শিক্ষার্থী বলেন, "পরীক্ষা স্থগিত হওয়ায় প্রস্তুতি বিপর্যস্ত হচ্ছে। নতুন সময়সূচি জানা না গেলে আমাদের পরিকল্পনা বানচাল হবে।" বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রফেশনাল কোর্সের নতুন সময়সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে।