Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, তার দায়িত্ব আগামী এক বছরের জন্য কার্যকর হবে। ২৩ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কার্যভার গ্রহণ করবেন। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগে প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সংঘর্ষ ও অন্যান্য অসঙ্গতিমূলক ঘটনার কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রশাসনের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে। ৩০ ও ৩১ আগস্ট স্থানীয় দুর্বৃত্তদের হামলার পর শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে আন্দোলন শুরু করে। গত ১০ সেপ্টেম্বর ৫২ ঘণ্টার আমরণ অনশনেও অংশ নেয় ৯ শিক্ষার্থী। তাদের দাবিগুলোর মধ্যে প্রশাসনের ব্যর্থতার স্বীকারোক্তি ও প্রক্টরিয়াল বডির ক্ষমা চাওয়ার কথা ছিল।

নতুন নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছে বলে সূত্রের খবর পাওয়া গেছে।