
ঢাকার সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এসব কলেজকে নিয়ে হতে যাওয়া নতুন এ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ অগাস্ট দুপুর ১২টা থেকে ১০ অগাস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এবং সাত কলেজের অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস।
তিনি বলেন, ”৩ থেকে ১০ অগাস্ট পর্যন্ত আবেদন গ্রহণ শেষে ২২ ও ২৩ অগাস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।"
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান একাডেমিক কাঠামোতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এতদিন এসব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি প্রক্রিয়া চালানো হত। এ বছর আবেদনও নেওয়া শুরু হয়েছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের আন্দোলনের মুখে তা স্থগিত করা হয়।
নতুন ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা অবস্থায় সাত কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের আগের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ের আবেদন হিসেবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের আবেদন ফি ফেরত দেওয়া হবে।
ঢাকার সরকারি এই সাত কলেজ হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে এসব কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সরকার চলতি বছর মার্চে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) নামে নতুন এ বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেয়।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা অনলাইন ডেবিট বা ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষার ইউনিট ও সময়সূচি
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অগাস্ট (শুক্রবার) বেলা ৩টা-৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অগাস্ট (শনিবার) বেলা ১১টা-১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অগাস্ট (শনিবার) বেলা ৩টা-৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১৭ অগাস্ট থেকে। আসনবিন্যাস প্রকাশ হবে ২০ অগাস্ট।
পরীক্ষাগুলো রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের ওয়েবসাইট ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের সংশ্লিষ্ট ওয়েবসাইট ( https://collegeadmission.eis.du.ac.bd) নিয়মিত ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।