Image description

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৮৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের ৬৭১টি কেন্দ্রে এক হাজার ৯১২টি কলেজের তিন লাখ ৫৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে দুই লাখ ২৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৬ দশমিক ৫৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফল সর্ম্পকে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি-অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে তা পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আপত্তি-অভিযোগ গ্রহণ করা হবে না।