Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব আবাসিক হলে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থীদের আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদেরও হল ছাড়তে বলা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের সঙ্গে প্রাধ্যক্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।

তিনি বলেন, সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আবাসিকতার অনুমতিবিহীন শিক্ষার্থীদের আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে হল ছাড়তে হবে এবং হলসমূহে আবাসিকতার জন্য সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা দেয়া হবে। হলের পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাধ্যক্ষরা নিজ নিজ হল সম্পর্কে অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে উপাচার্য আশ্বস্ত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, আগামী রোববার সকাল ১০টার মধ্যে আবাসিক হলে অবস্থানরত সকল অনাবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। এরপর হলগুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় তল্লাশি চালানো হবে। তল্লাশি চালিয়ে হলগুলো নিরস্ত্র করে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা দেওয়া হবে। এর আগে ক্ষতিগ্রস্ত হলগুলো মেরামত করা হবে।

তিনি আরও বলেন, যাদের মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১০ দিন অতিক্রম হয়েছে, তাদেরও হল ত্যাগ করতে হবে। হলে কোনোভাবেই কোনো অবৈধ শিক্ষার্থী থাকতে পারবে না। আর নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি হল ত্যাগ না করলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে।

সভায় অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।