Image description

তীব্র গরম আর তাপদাহে যখন নাভিশ্বাস হয়ে উঠছে সারাদেশের মানুষ তখনই বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষাধিক গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে আজ পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শতাধিক গাছের চারা রোপণ করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগ।

সোমবার (২২ এপ্রিল) বেলা ১১ টার দিকে কলেজ ক্যাম্পাসে এই চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসীন কবির, বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি শাহারিয়ার রাহাত মোড়ল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সভাপতি শাহারিয়ার রাহাত মোড়ল বলেন, বর্তমান তীব্র গরমের প্রথম এবং একমাত্র কারণ হলো অপরিকল্পিতভাবে এবং বিনা কারণে গাছ কাটা। গাছপালা কমে যাওয়ার কারণে এর প্রভাব পড়েছে জলবায়ু পরিবর্তনের উপর যার ফলে বিভিন্ন দেশের চেয়ে আমাদের দেশে প্রচুর গরম পড়ছে। এর জন্য কষ্ট করছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী এবং কীটপতঙ্গ। এর থেকে বাঁচতে এবং জলবায়ু ঠিক রাখার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আজকে আমাদের এই কার্যক্রম।

এসময় সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক বলেন, কোনো দেশের মোট ভূখণ্ডের ২৫ শতাংশ গাছপালা থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে রয়েছে মাত্র ১৪.১ থেকে ১৭ শতাংশের মতো যার কারণে প্রকৃতি হারাচ্ছে তার নিজস্ব গতিপথ এবং ফলে প্রতিবছরই তাপদাহের রেকর্ড তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে এদেশে বসবাস করা কঠিন হয়ে যাবে। তাই আমাদের উচিৎ প্রকৃতিকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানো। তারই অংশ হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের এই উদ্যোগ।