
আন্তর্জাতিক রোমিং সেবার মাধ্যমে একজন বাংলাদেশি নাগরিক তার নিজ ভূখণ্ডের বাইরে মোবাইল বিল হিসেবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা খরচ করতে পারবেন। মূলত রোমিং সেবার আওতায় গ্রাহক কল দিতে এবং গ্রহণ করা বাবদ এই পরিশোধ করতে পারবেন। আর একবার বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সেটা কোনভাবে ৬ হাজার টাকার বেশি হতে পারবে না। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর বিল গ্রহণ করে তার বিপরীতে শর্ত সাপেক্ষে বিল পরিশোধ করতে পারবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি ও প্রবিধি বিভাগ থেকে এ বিসয় একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোবাইল অপারেটরদের টাকায় রোমিং বিল গ্রহণ এবং সেই সম্পর্কিত বহির্গামী রেমিট্যান্স পাঠাতে বিলের অর্থ পরিশোধের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে। আর বাংলাদেশী ভ্রমণকারীদের রোমিং পরিষেবা সহজতর করার জন্য নতুন সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহারের জন্য উপরে উল্লিখিত সীমা অতিক্রম করা যাবে না। ভ্রমণকারীর বৈধ ভিসা এবং টিকিট থাকতে হবে। আর ভ্রমণের এক সপ্তাহ আগে রোমিং পরিষেবা সক্রিয় করতে হবে।
পাশাপাশি বিদেশে নেটওয়ার্ক অপারেটরদের অর্থ প্রদানের ক্ষেত্রে, অনুমোদিত ডিলাররা গ্রাহকের আবেদনপত্র, চুক্তির অনুলিপি, চালানের অনুলিপি, কর প্রদানের নথিপত্র, গ্রাহকের আয়ের তথ্য, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও বিদেশে প্রদেয় অর্থসহ পৃথক বিবৃতি জমা রাখবে।
আর জমা দেওয়া সহায়ক নথিপত্রসহ আবেদনপত্রটি যাচাই-বাছাই করার পরে এব অর্থ প্রেরণ করতে হবে। এই ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা এবং টাকা হিসাব ব্যবহার করতে হবে।