Image description

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে দেশের দুটি গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এ অবস্থায় নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে করে মাঝ নদীতে ছোট-বড় দুটি ফেরি আটকা পড়ে। তবে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।