পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক ফরিদ তালুকদার (২৮) সর্বস্বান্ত হয়ে গেছেন। তার আড়াই কড়া জমিতে রোপণ করা প্রায় ১২ হাজার তরমুজের চারা (বীজতলা) স্প্রে দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ নাশকতার ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষক ফরিদ তালুকদার আড়াই কড়া (৭ শতক) জমিতে তরমুজের চারার বীজতলা করেছিলেন। চারা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠছিল। বৃহস্পতিবার সকালে তিনি চারা পরিচর্যার জন্য ক্ষেতে গিয়ে দেখতে পান—অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে ক্ষতিকর রাসায়নিক স্প্রে ছিটিয়ে সব চারা নষ্ট করে দিয়েছে। মুহূর্তেই চারাগাছগুলো নেতিয়ে পড়ে এবং শুকিয়ে যেতে শুরু করে।
ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ তালুকদার জানান, জমি লিজ নিয়ে প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তরমুজ চাষ শুরু করেছিলেন। কিন্তু দুর্বৃত্তরা স্প্রে দিয়ে চারা নষ্ট করায় তার সর্বনাশ হয়ে গেছে।
তিনি বলেন, “ক্ষেত দেখতে এসে দেখি সব চারা শুকাইয়া মরে গেছে। কেউ স্প্রে মেরে চারাগুলো নষ্ট করেছে। আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হলাম। কীভাবে ঋণ শোধ করবো বুঝতে পারছি না।”
স্থানীয়রা ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরে এমন নাশকতা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।



