ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং সংঘর্ষের সময় অগ্নিসংযোগ করে অন্তত চারটি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ শনিবার ভোর ৫টা থেকে হারুন চেয়ারম্যান গ্রুপ ও ইকবাল–আনিছ মেম্বার–সাচ্চু গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, সংঘর্ষে নিহত নাছির উদ্দিনের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সকালে উত্তেজনার জেরে দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট পরে এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাসিরউদ্দিন গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে, গত রমজান মাসে লুডু খেলা নিয়ে পীরবাড়ি এলাকার জুয়েল ও খালপাড় এলাকার হাদিস মিয়ার মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এই দুইপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছিল। তখন উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
স্থানীয়ভাবে সালিশে ওই বিরোধ মীমাংসা করা হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, হাদিস মিয়া জরিমানা বাবদ জুয়েলকে এক লাখ ২০ হাজার টাকা দেওয়ার কথা। কিন্তু সেই টাকা পরিশোধ না করায় আজ ভোরে আবারও দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।



