Image description

মাগুরা সদর উপজেলায় জমির ধান কাটা নিয়ে বিরোধের মীমাংসার জন্য সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুক গ্রামে এ ঘটনার পর প্রতিপক্ষের বাড়িঘরে এলাকাবাসী আগুন দেয় বলে জানান মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী।

নিহত ৫০ বছর বয়সি বাদশা মোল্যা (৫০) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ওই গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষি আনোয়ার হোসেন ও জমির মালিক শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনাটি মীমাংসার জন্য শুক্রবার দুপুরে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় ও মুখে আঘাত করেন।

স্থানীয়রা বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং মুখে আঘাত করা হয়েছে। মাথায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

ওসি আইয়ুব আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি। তবে পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।