Image description

শুক্রবার রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের হীরাঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুনে দগ্ধরা হলেন—হাসান (৪০), জান্নাত (৪), মুনতাহা (৮), সালমা (৩২), ইমাম উদ্দিন (১ মাস), আরাফাত (১৮), তৃষা আক্তার (১৭) ও আসমা (৩৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে বলেন, “আহতদের মধ্যে আটজনকে আমাদের এখানে আনা হয়েছে। আগুনে তাদের বেশিরভাগের শরীরের ৫০ শতাংশের কাছাকাছি পুড়ে গেছে। ১৫ শতাংশ পুড়েছে এমন একটা বাচ্চাও আছে।”

হাসানের শরীরের ৪৪ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, ইমাম উদ্দিনের ৩০ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, তৃষা আক্তারের ৫৩ শতাংশ এবং আসমার শরীরের ৪৮ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানান।

ডা. সুলতান মাহমুদ বলেন, “তিতাস গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে গ্যাস জমেছিল। তা থেকে বিস্ফোরণ হয়, আগুন লাগে বলে আহতদের স্বজনরা আমাদের জানিয়েছেন।”

আহত হাসানের বন্ধু হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি বাসায় গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে আনেন। তিনি বলেন, “এলাকার লোকজন বলেছে প্রথমে একটা বিকট শব্দ হয়েছে। এরপর আগুন লাগে। ওটা টিনশেড ঘর ছিল, তাপ কমানোর জন্য ওপরে ফলস সিলিং লাগানো হয়েছিল। আগুনে ওইগুলোও পুড়ে সবার শরীরে এসে পড়েছে। তাতে তারা আরও বেশি দগ্ধ হয়েছে।”