Image description

সাফ অ-১৭ নারী টুর্নামেন্টে জয়ের মাধ্যমে আসর শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে তরুণীরা। দলের হয়ে একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি এবং জোড়া গোল করেন আলপী আক্তার।

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর শেষ মুহূর্তে সৌভাগ্যক্রমে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটানি গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝে ধাক্কা খেয়ে বল সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে।

বিরতির পর আক্রমণ আরও জোরদার করে বাংলাদেশ। ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন আলপী আক্তার। ভুটান শিগগিরই একটি গোল শোধ দিলেও ৬৪ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে আলপীর দ্বিতীয় গোল দলকে জয় নিশ্চিত করে। শেষ সময়ে বাংলাদেশ আরও কয়েকটি সুযোগ পেলেও ভুটানের রক্ষণে আটকে যায়।

বাংলাদেশ নারী ফুটবলের ধারাবাহিক সাফল্যের মধ্যে অ-১৭ দলের এই জয় নতুন আত্মবিশ্বাস যোগ করল। জুলাইয়ে সিনিয়র দল এশিয়া কাপ নিশ্চিত করে, একই মাসে অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয় এবং আগস্টে তারা এশিয়া কাপে ওঠে। এবার অ-১৭ দলও শিরোপার মিশনে শুভ সূচনা করল।