
দিনাজপুরের বিরামপুরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পেছন থেকে আসা ট্রাকচাপায় মা ও দেড় মাস বয়সী ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন কহিনুর বেগম (২৭) ও তাঁর ছেলে রিসাত কাইফ।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কহিনুর বেগম উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী এবং হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম রব্বানী শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা পণ্যবাহী ট্রাক কহিনুর ও তাঁর ছেলেকে চাপা দেয়, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বিরামপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।