Image description

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে ১১ ডিসেম্বর জারি হওয়া তফসিল বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

আদালতে রিট আবেদনটি বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন হতে পারে আগামী সপ্তাহে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তবর্তীকালীন সরকারের কথা উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি জানান, নির্বাচন হতে পারে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের তরফ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। আদালতের সিদ্ধান্ত আগামী নির্বাচনের সময়সূচি ও পদ্ধতিতে প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে।