Image description

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টুর্নামেন্টের যাত্রা শেষ হয়েছে ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলে হেরে। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলের পর আজ ইয়েমেনের কাছে পরাজয় বাংলাদেশ অ-২৩ দলের জন্য কষ্টকর প্রমাণিত হয়েছে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইয়েমেন এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

আজকের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। চতুর্থ রেফারি চার মিনিট ইনজুরি সময় যোগ করেন। সেই সময় ইয়েমেনের ফরোয়ার্ড আব্দুল আল আওমি বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করে একান্ত মুহূর্তে গোল করেন। ইয়েমেনের ফুটবলার ও কোচিং স্টাফরা খুশিতে সিজদায় পড়েন। পুনরায় কিক অফের পরই খেলার বাঁশি বাজে।

প্রথমার্ধে বাংলাদেশ বল দখল ও আক্রমণে প্রাধান্য দেখালেও দ্বিতীয়ার্ধে তেমনটা করতে পারেনি। সহকারী কোচ হাসান আল মামুন দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন করেন। ফাহমিদুল, আল আমিন একসাথে খেলেন, অধিনায়ক মোরসালিনও শেষ দিকে নামানো হয়। বাংলাদেশ শেষ আট মিনিট এক জন কমে খেলেছে। লাল কার্ডে বাদ পড়েন মজিবুর রহমান জনি।

বাংলাদেশের আক্রমণ কিছুটা সক্রিয় ছিল। লেফট ব্যাক জায়ান আহমেদ ডান প্রান্ত থেকে কর্ণার ও লম্বা থ্রো-ইন করলেও গোল করতে পারেননি। ইয়েমেনের গোছালো খেলায় বাংলাদেশের শেষ মুহূর্তের আক্রমণ ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত হেরেছে। ম্যাচ শেষে দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও হেড কোচ সাইফুল বারী টিটু ডাগ আউটে ছিলেন না, সহকারী কোচই দল পরিচালনা করেন। প্রথমার্ধে বাংলাদেশের বল পজেশন সন্তোষজনক হলেও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে বেশি পরীক্ষা দিতে হয়নি।