
রাশিয়ার রায়জান অঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন বলে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাজধানী মস্কো থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণপূর্বে বিস্ফোরণ ঘটে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছেন।
রায়জান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, কারখানার একটি ওয়ার্কশপে আগুন লাগার পর বিস্ফোরণটি ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ আগুন লাগার কারণ প্রকাশ করেনি এবং কারখানাটিতে কী উৎপাদন হত তাও নিশ্চিত নয়।
এর আগে ইউক্রেইনীয় ড্রোন হামলায় রায়জান অঞ্চলের সামরিক ও বাণিজ্যিক অবকাঠামোতে আঘাত হোনোর খবর পাওয়া যায়।
রাশিয়ার কিছু গণমাধ্যম জানিয়েছে, গানপাউডারে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।